টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তবর্তী সরকারের ৩ উপদেষ্টা।
তারা হলেন- সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, শিল্প গৃহায়ন ও গণপূতা মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহান খান এবং মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বুধবার (১ অক্টোবর) মহানবমীতে মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে এবং মির্জাপুর গ্রামে পূজামণ্ডপে ভিভিআইপিদের পদচারণায় ছিল মুখরিত। এদিন বিকেলে ভিভিআইপিদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছ জানান টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ কুমুদিনী পরিবারের সদস্যরা।

এ সময় বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাত মাহমুদ পিএসসি, কয়েকজন বিচারপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, জার্মান, সুইডেন, নেপাল, সুইজারল্যান্ড, ইউএস, ইতালিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদুত, সাবেক ২ জন উপদেষ্টা মন্ডলীর সদস্য কুমুদিনী কমপ্লেক্স ও শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি সাহার) বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন।
উপদেষ্টা মন্ডলীর সদস্যসহ অতিথিরা কুমুদিনী হাসপাতালের মিউজিয়ামে আয়োজিত এক চা চক্রে মিলতি হন। এরপর দানবীর আরপি সাহার কুমুদিনী কমপ্লেক্সে বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, কুমুদিনী ইউমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী মেডিক্যাল টেকনোলজি, ভারতেশ্বরী হোমস পরিদর্শনের পর মির্জাপুর গ্রামে লৌহজং নদী পাড় হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে পরিদর্শনে যান।
সন্ধার পর অতিথিরা মণ্ডপ প্রাঙ্গনে মির্জাপুর গ্রাম, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় সাংবাদিকদের সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, অন্তবর্তী সরকার দেশকে স্থিতিশীল রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছ। এ দেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা সকল ধর্মের মানুষ এক ও অভিন্ন। কিন্তু একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে এ দেশে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্তবর্তী সরকারের উপদেষ্টারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
মৎস ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পূজামণ্ডপ ও আরপি সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার মান ও নিয়মশৃঙ্খলা দেখে আমি মুগ্ধ ও অভিভূত। শহীদ দানবীর আরপি সাহা নিজের জন্য নয়, এ দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করে গেছেন। একই কথা বলেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড তারেক আজিজ, অফিসার ইচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, কুমুদিনী পরিবারের কর্নধার ও কুমুদিনী ওয়েলফোর ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর চেয়ারম্যান শ্রী রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, শ্রী মহাবীর পতি চন্দন, সম্পা সাহা, হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, পরিচালক অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা, এম এ হালিম, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা এবং ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার