কুমিল্লা হোমনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ রয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তারা উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। নিহত ২ নারীর বাড়ি হোমানার নালা দক্ষিণ গ্রামে, আর পুরুষটির বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দিতে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।