চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসির মেরামত কাজ করার সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এসির কম্প্রেসার মেরামত করার সময় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– মিশকাত, শওকত ও তানভির। তারা গণপূর্ত অধিদপ্তরে কর্মরত। তাদের মধ্যে শওকতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকি ২ জনকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সপ্তম তলায় ওই ওয়ার্ডের বাইরের দিকে এসির কাজ করার সময় ৩ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, এখানে তানভীর ও মেশকাত নামে ২ জনকে দগ্ধ অবস্থায় ভর্তি করানো হয়েছে। তাদের অন্যান্য সমস্যাও রয়েছে। অন্যজন ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এ সময় তানভীর ও মেশকাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।