অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় বাবার অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে রিহান উদ্দিনের (৯) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাড়ে ৮টার সময় উপজেলার চরইশ্বর কাজির বাজার পল্লি চিকিৎসক রণজিৎ চন্দ্র দাসের রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিহানের পরিবারে শোকের মাতম চলছে। 

মৃত রিহান উদ্দিন উপজেলার চরইশ্বর ইউনিয়ন ৯নং ওয়ার্ড পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের রিকশাচালক নুর ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রিহানের বাবা রাতে গ্যারেজে রিকশাটি চার্জ দিয়ে যায়। সকালে রিকশার চার্জার খুলে দেওয়ার জন্য ছেলেকে গ্যারেজে পাঠান বাবা। ফিরে আসতে দেরি হওয়ায় বাবা গ্যারেজে গিয়ে দেখেন ছেলে পড়ে আছে রিকশার পাশে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত রিহানের মামাতো ভাই রাশেদ উদ্দিন জানান, ৫ ভাই-বোনের মধ্যে রিহান সবার ছোট। ৮ সদস্যের অভাবী পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা নুর ইসলাম রিকশা চালিয়ে সংসার চালান। আর রিহান কাজির বাজারে পান দোকান করে। এ দুর্ঘটনায় ভুক্তভোগী পরিবারে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।