সাংবাদিকদের ওপর নির্যাতন প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন 

রাষ্ট্র পরিচালনার চতুর্থ স্তম্ভ সাংবাদিকেরা সব সরকারের সময়েই নির্যাতনের শিকার হচ্ছেন। দোষীদের আইনের আওতায় না আনার কারণেই বারবার সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।
 
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিক সন্ত্রাসীদের হাতে নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রতিবাদ জানাতে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ তোলেন স্থানীয় সাংবাদিক মহল।
 
চট্টগ্রামের এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইয়াদ শাহদাতসহ সারাদেশে সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিচার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, সমতল থেকে পাহাড়—দেশের কোথাও সাংবাদিকরা নিরাপদ নন। সংবাদ সংগ্রহে গেলেই সন্ত্রাসীদের হামলার মুখে পড়তে হচ্ছে। অথচ সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। সমাজের বাস্তব চিত্র তুলে ধরলেই যদি হামলার শিকার হতে হয়, তবে সেটি গণতন্ত্রের জন্য বড় হুমকি।
তারা আরও বলেন, ৫ আগস্টের পর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। আগের সরকারের মতোই এখনো সাংবাদিকদের ওপর নির্যাতন, হুমকি-ধামকি, গলা চেপে ধরা চলছে। সরকারের পক্ষে সংবাদ প্রকাশ করলে প্রশংসা, আর বিপক্ষে গেলেই হয় নিপীড়ন—এই চিত্র বদলায়নি।
 
বক্তারা জানান, গত এক বছরে সারাদেশে অন্তত ৪৯৬ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই প্রকৃত পরিবর্তন আনতে না পারলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানান তারা।
 
মানববন্ধনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রথম আলো বান্দরবান প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, সময় টিভির জেলা প্রতিনিধি এনএ জাকির, দেশ টিভির প্রতিনিধি আবুল বশর নয়ন ও যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট বাটিং মারমা প্রমুখ।