অষ্টগ্রামে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল মেম্বারের বিরুদ্ধে জায়গা দখল, হয়রানি, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় কাস্তল ইউনিয়নের আনন্দ বাজারে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে জামাল মেম্বারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং তার পৈতৃক জায়গা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে। এসব ঘটনায় জামাল মেম্বার ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামাল মেম্বারের স্ত্রী তাছলিমা আক্তার (৫৫), বৃদ্ধ মা খোদেজা খাতুন (৮০), মেয়ে বৃষ্টি আক্তার (২৫), রফিকুল ইসলাম (৫০),কাজল ভূইয়া (৪৫), মঙ্গু ভূইয়া (৫৫) প্রমূখ। 

বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, অবৈধ দখল বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় অসংখ্য এলাকাবাসী ব্যানার  হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

NB/FJ
আরও পড়ুন