ফটিকছড়িতে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকায় নুসরাত জাহান মাহি (১৯) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

গত ১৫ অক্টোবর দুপুর আনুমানিক ১টার দিকে তিনি কালো বোরকা পরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। এ ঘটনায় স্বজনদের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পরদিন ১৬ অক্টোবর মাহির ভাসুর মো. রাসেল উদ্দীন (২৯) ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৮২) করেন।

নিখোঁজ নুসরাত জাহান মাহি নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের দৌলতপুর এলাকার ফিরোজের স্ত্রী।

ফিরোজের পারিবারিক সূত্রে জানা গেছে, মাহি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য আত্মীয়স্বজন ও পার্শ্ববর্তী এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাহির পরিবারিক সূত্রে জানা যায়, তারা বলছেন মাহির এমন আকস্মিক নিখোঁজ হওয়া অত্যন্ত অস্বাভাবিক। তারা সম্ভাব্য সব স্থানে খোঁজ চালিয়েও কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ তথ্য পাননি। দ্রুত তাকে সন্ধানে সাধারণ মানুষের সহায়তা ও পুলিশের সক্রিয় উদ্যোগ কামনা করেছেন তারা।

ফটিকছড়ি থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন জিডিটি রেকর্ড করেন এবং ওসি নূর আহমদ তা যাচাই করেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং মাহিকে উদ্ধারে আইনগত পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এ পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।