বাঁশখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়িতে ধানক্ষেত থেকে জোবায়ের বিন জামাল (২০) নামে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল ৭টায় উপজেলার পূর্ব পুঁইছড়ি প্রেম বাজারের পূর্বে মিয়া মার্কেট সংলগ্ন ধানক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। জোবায়ের বিন জামাল পুঁইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চালিয়া পাড়ার আহমদ্যা বাপের বাড়ির জামাল হোসেনের ছেলে।

তার বাবা জামাল হোসেন বলেন, 'আমার ছেলে প্রতিবন্ধী ও মৃগীরোগী (এপিলেপসি) ছিলো। প্রায়ই সে বাড়ি থেকে বের হয়ে যেতো এবং অনেক সময় বাড়ি ফিরতো না। গতকাল রোববার সকাল থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। সন্ধ্যায় মাইকিং করি এবং সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। আজ সকালে স্থানীয়রা ফোন দিয়ে জানায় তার মরদেহ ধান ক্ষেতে পড়ে আছে। সম্ভবত খিঁচুনি উঠায় সে মারা গেছে।'

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বভাবিক মৃত্যু মনে হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।