চট্টগ্রাম বোয়ালখালীতে একটি কমিউনিটি সেন্টারে শুরু হতে যাওয়া মাসব্যাপী প্রদর্শনী মেলা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌর সদরের জব্বার মার্কেট, খাজা মার্কেট ও আল-মদিনা মার্কেটের ব্যবসায়ীরা যৌথভাবে এ দরখাস্ত দাখিল করেন।
ব্যবসায়ীরা জানান, উপজেলার আদর ক্লাবে মাসব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবেন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী।
তাদের অভিযোগ, বছরের আট-নয় মাস আমাদের লোকসান গুনতে হয়। শুধুমাত্র রমজান মাস ও তার আগের দুই মাসের বিক্রিতেই এ ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। কিন্তু এখন যদি মাসব্যাপী মেলা বসে, তাহলে আমাদের ব্যবসা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে। অনেকেই ইতোমধ্যে ঋণের বোঝায় জর্জরিত।
ব্যবসায়ীরা জানান, এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বোয়ালখালী সেনাক্যাম্পে লিখিত আবেদন দাখিল করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, আয়োজকরা মেলার অনুমতির জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছেন বলে জেনেছি। এরই মধ্যে স্থানীয় ব্যবসায়ীরাও মেলা বন্ধের আবেদন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।