চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত দুটি জিপ গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ব্রাহ্মণহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
জানা গেছে, সকাল পৌনে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অভিযানে হালদা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩ জনকে আটক করা হয়। পরে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করলে ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত দুটি জিপ গাড়ি জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এই নদীর প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন জানায়, হালদা নদীর তীরবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি চলছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।