নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড. শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের বিশাল হোন্ডা র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার সাগুরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে এ র্যালি শুরু হয়।
র্যালির শুরুতে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক দল। আসছে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই র্যালি যেন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়, আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করছি।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইদ্রিসের দোয়ার মধ্য দিয়ে র্যালি শুরু হয়।
এমপি পদপ্রার্থী অ্যাড.শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে র্যালিটি জাহাজমারা ও তমরোদ্দি বাজার হয়ে উপজেলা শহর ওছখালী এসে সমাপ্ত হয়।
র্যালিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।