রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহল দল লংগদু-বাইট্টাপাড়া রুটে বিশেষ অভিযান চালিয়ে লংগদু উপজেলার ঝর্ণা টিলা এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করে।
লংগদু সেনা জোন থেকে জানা যায়, অভিযানকালে টহল দলের একটি গ্রুপ পশ্চিম বাইট্টাপাড়া বরাদম রোডে গোপনে অবস্থান করে। অপর গ্রুপটি কাঁঠাল তলা এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারী দল মালামাল নিয়ে বরাদম রোডে যাওয়ার কথা থাকলেও চোরাকারবারী দল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাস্তা বদল করে ঝর্ণা টিলা বাইট্টাপাড়া রোডের দিকে আসতে থাকে।
এ সময় ঝর্ণা টিলা এলাকায় একজনকে বস্তাভর্তি মালামাল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ একটি মোটরসাইকেল এসে তার কাছে দাঁড়ায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল দল কর্তৃক থামতে বললে বস্তা রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনা টহল দলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তাবন্দি অবৈধ মালামাল উদ্ধার করা হয়। যেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব মাদকদ্রব্য লংগদু ও বাইট্টাপাড়া এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।
সীমান্ত এলাকাজুড়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত গাঁজা লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।