ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শনিবার (৬ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রমজান মিয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শামসু মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে কারবারিরা এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনাকালে কাশিনগর পাকা রাস্তার উপর র্যাবের উপস্হিতি টের পেয়ে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়। আরেকজন দৌড়ে পালিয়ে যায়। পরে তার সাথে থাকা ৪টি পাটের বস্তার ভিতর থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আট কুকুরছানা হত্যা মামলার আসামি সেই গৃহবধূর জামিন