রাজনৈতিক শিষ্টাচার ও গণমানুষের সেবার গুণাবলি শিখতে চাই। জিততে নয়- শিখতে এসেছি বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী প্রিন্স মাহামুদ আজিম।
প্রিন্স মাহামুদ আজিম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনে ছাত্র-জনতার পক্ষে মনোনয়ন আবেদন জমা দিয়েছে তার সমর্থকেরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তার সমর্থকরা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ আবেদনপত্র জমা দেন। তিনি নিজেও এই বিষয়ে অবগত ছিলেন না বলে জানিয়েছেন।
প্রিন্স মাহামুদ আজিম এ বিষয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বলেন- ‘জনতার পকেট, জনতার টাকা- এবার জনতাই ছাত্র-জনতার দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিসে ফেনী-৩ আসনের মনোনয়ন আবেদন জমা দিয়েছেন। এটি আমার জন্য আল্লাহর দয়ায় এক মিরাক্কেল ছাড়া কিছুই নয়।’
পোস্টে প্রিন্স মাহামুদ আজিম জানান, তার লক্ষ্য নির্বাচনে জেতা নয়; বরং অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবকদের কাছ থেকে শেখা।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা আবদুল আউয়াল মিন্টুকে রাজনৈতিক অভিভাবক হিসেবে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় অভিভাবক আবদুল আউয়াল মিন্টু স্যারের কাছ থেকে রাজনৈতিক শিষ্টাচার ও গণমানুষের সেবার গুণাবলি শিখতে চাই। জিততে নয়- শিখতে এসেছি।’
তিনি আরও বলেন,‘আমার ভোট আমি দেবো যোগ্য প্রার্থী মিন্টু স্যারকে। আপনার ভোট কোথায় দেবেন, সেটি ভেবে সিদ্ধান্ত নিন। যোগ্য প্রার্থীর পক্ষেই নাগরিক সম্মান।’
মনোনয়ন আবেদন জমা দেওয়ার প্রসঙ্গে প্রিন্স মাহামুদ আজিম জানান, তিনি নিজে এখনো মনোনয়ন ফি জোগাড় করতে পারেননি। তার সমর্থকরা নিজের পকেট থেকে অর্থ প্রদান করে আবেদন জমা দিয়েছেন।
এ বিষয়ে তিনি লিখেছেন- ‘যে মহৎ হৃদয়রা আমার জন্য নিজ পকেট থেকে জনতার পক্ষে নমিনেশন তুলেছেন, তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি না। এটাই আমার সবচেয়ে বড় নৈতিক দায় ও কৃতজ্ঞতা।’
গুজব বা বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আজিম বলেন,গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু ভিত্তিহীন দায় চাপাবেন না। এমপি হওয়ার কোনো শখ নেই; আছে শুধু জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি।
তিনি আরও উল্লেখ করেন, দল যদি মনোনয়ন না দেয়, সেটিও তিনি জনগণের প্রতি দায়মুক্তির সুযোগ হিসেবে দেখবেন। আর মনোনয়ন পেলে সেটিকে শহীদদের রক্তে গড়া দলের প্রতি জনগণের আস্থা হিসেবে গণ্য করবেন।
পোস্টের শেষাংশে আজিম লেখেন, ‘আমাদের রক্তে গড়া দল কোনো সস্তা বিষয় নয়। এটি চব্বিশের আমানত—আমাদের সকলের জন্য। জনগণের আস্থা, আমাদের দায়িত্ব।’