ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. হাসান (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিদ্দিক ও সোহাগ নামে আরও ২ জন গুরুতর আহত হন।
নিহত হাসান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিবামনডাঙ্গা গ্রামের গফুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত হাসানসহ ৩ শ্রমিক সাব-কন্ট্রাক্টর সাইদুল ইসলামের অধীনে শাহবাজপুর ফার্স্ট গেট এলাকায় ৬ লেন ব্রিজ নির্মাণের কাজ করছিলেন। গতকাল রাতে কাজ শেষে তারা মোটরসাইকেলে করে বুধন্তী এলাকায় ঘুরতে যান। ফেরার পথে রামপুরা এলাকায় তাদের মোটরসাইকেলটির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ৩ জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়। হাসান ও সোহাগকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাসান মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঢাকা থেকে আসার পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হবে। আহতদের চিকিৎসা চলছে।