নাটোর-রাজশাহী মহাসড়কে ট্রাক চাপায় দিদারুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্প্রতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর শহরে মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিদারুল ইসলাম (৪৫) সদর উপজেলার পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা। তিনি নাটোর প্রাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ট্রাক চালকের শাস্তির দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ট্রাক চালককে একডালা এলাকা থেকে আটক করলে দেড় ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত কাজ চলছে।
