ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে পুলিশ বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মিতা আক্তার ও তার সহযোগী। মিতা নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মৃত মাসুদ মিয়ার স্ত্রী।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামের নেতৃত্বে রতনপুর ইউনিয়নের মিতা আক্তারের বাবার বাড়ি থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নবীনগর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা অস্ত্রটি অবৈধভাবে মজুত রাখছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।