ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:১৮ এএম

যশোরের ঝিকরগাছায় এলাকা থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত রয়েল (৩২) উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের শুকুর আলির ছেলে। রয়েলের বিরুদ্ধে চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা থানায় একাধিক মামলা আছে।

রোববার (৬ জুলাই) আনুমানিক রাত আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাড়িয়াদেয়াড়ায় (চাতালপাড়া) নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ম্যাগাজিন সংযুক্ত একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। 

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি নুর মোহাম্মদ গাজী জানান,  আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সোমবার (৭ জুলাই) আদালতে সোপর্দ করা হবে।

RF/SN
আরও পড়ুন