শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ

জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর চট্টগ্রামের বোয়ালখালীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
 
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে “জুলাই ঐক্য” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এ রায়কে স্বাগত জানাতে এবং নিহতদের প্রতি সংহতি জানাতেই এই আয়োজন।
 
জুলাই ঐক্যের সদস্য আরিফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আমরা সন্তুষ্ট। তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা গেলে শহীদদের আত্মা শান্তি পাবে।
 
এ সময় উপস্থিত ছিলেন- জুলাই যোদ্ধা মোহিত হোসেন, সাজ্জাদ হোসেন, ফয়সাল রায়হান ও ফয়সাল নাহিনসহ অন্যান্য সদস্যরা।