বংশালে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ৫ তলা ভবনের রেলিং ধসে পড়ে নিহত আব্দুর রহিম ও তার ছেলে রিমনের জানাজা ও দাফন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ভোরে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার বশিকপুর গ্রামে পৌঁছায় বাবা-ছেলের মরদেহ। বেলা নয়টায় 'আজ সুন্না মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স' মাঠে হয় তাদের জানাজা।

এরপর পারিবারিক কবরস্থানে বাবা-ছেলেকে সমাহিত করা হয়। তাদের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় সৃষ্টি হয়েছে শোকাবহ পরিবেশ। চার সন্তানের জনক আব্দুর রহিম ছিলেন পেশায় কাপড় ব্যবসায়ী। পরিবার নিয়ে রাজধানীর বংশালে থাকতেন তিনি। ১৩ বছর বয়সী রিমন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।