ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব দিকে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা সুনির্দিষ্টভাবে নিরূপণ করা না গেলেও এটি একটি ‘অগভীর’ ভূমিকম্প ছিল। সংস্থাটি প্রাথমিকভাবে জানিয়েছিল যে, কম্পনের মাত্রা কম হওয়ায় বেশিরভাগ মানুষের এটি অনুভব করার কথা নয়।

তবে আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্যের বিপরীতে ভিন্ন চিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা স্পষ্ট ঝাঁকুনি অনুভব করেছেন। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, ঝাঁকুনিটি বেশ শক্তিশালী ছিল এবং এতে জনমনে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও এর আশপাশের এলাকায় ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই সময় সিলেট নগরীসহ জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায়ও কম্পন অনুভূত হয়। একের পর এক মৃদু ভূমিকম্পের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

DR/SN
আরও পড়ুন