কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) কাল থেকে বিকেল পর্যন্ত হোমনা উপজেলার কাশিপুর এলাকায় দিনব্যাপী এ ক্যাম্পে কয়েকশত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।
ক্যাম্প পরিদর্শনকালে মনোয়ার সরকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বলেন— জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার সরকার। প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডা. মো. এমতাজ হোসেন। প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৭নং ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন, বিএনপি নেতা মো. শরিয়ত উল্লাহসহ স্থানীয় নেতারা।