বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে মালিকবিহীন ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৩৪ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে নাইক্ষংছড়ি ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল মাটির নিচে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল জানতে পারে, সীমান্ত পিলার–৩২ এর আনুমানিক ৮০০ মিটার ভেতরে ঘুমধুম মধ্যমপাড়া এলাকায় একটি বড় ইয়াবার চালান লুকিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে টহলদল রাত ১টা থেকে অভিযান শুরু করে এবং ভোর ৪টার দিকে এনাম নামের এক ব্যক্তির বাড়ির বারান্দার নিচে মাটিচাপা অবস্থায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।