পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির আরিচা-কাজিরহাট নৌরুটে’র ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, রাত ১১টার দিকে যমুনা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যায় এবং  ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দূর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে হামিদুর রহমান, চিত্রা নোঙ্গরে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন,  মধ্যরাত ১২টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দূর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় মাঝ নদীতে নোঙর করে আছে তিনটি ফেরি।

কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে এই নৌ রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।