দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু  হয়েছে।

এর আগে শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল ১১ টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে। এতে যানবাহন চালক-সহকারী এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

AHA
আরও পড়ুন