ঢাকা থেকে বরিশালের মুলাদী যাওয়ার পথে শরীয়তপুরের গোসাইরহাটে মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭-এর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে সংঘটিত এই দুর্ঘটনায় লঞ্চের বামপাশের দোতলার একাংশ দুমড়েমুচড়ে গেছে। এতে জিহাদ হোসেন নামের এক শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
লঞ্চের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তীব্র কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় নদীর তীরের কাছাকাছি নোঙর করা একটি মালবাহী জাহাজ দেখতে পাননি লঞ্চের চালক। এর ফলে দ্রুতগতির লঞ্চটি জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষে লঞ্চের দোতলার প্রায় ৩০ ফুট অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছে শিশু জিহাদ হোসেন। এছাড়া আহত অন্যান্য যাত্রীদের মধ্যে আবুল কালাম, রহমতউল্লাহ ও রাসেদ সরদারের নাম জানা গেছে। দুর্ঘটনার পরপরই আতঙ্কিত যাত্রীরা প্রাণভয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন এবং দোতলার যাত্রীরা নিচতলায় আশ্রয় নেন। লঞ্চটি সাময়িকভাবে যাত্রাবিরতি দিয়ে পুনরায় গন্তব্যস্থল মুলাদীর উদ্দেশে রওনা হয়েছে।