দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নিকলীতে

হাড়কাঁপানো শীতে কাঁপছে কিশোরগঞ্জ। রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার হাওরবেষ্টিত নিকলী উপজেলায়। সকালে এখানে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত এই অঞ্চলের সর্বনিম্ন।

নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম নিশ্চিত করেছেন যে, আজ সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে হাওরাঞ্চলের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ তীব্র ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শীতের এই তীব্রতা এখনই কমছে না। আগামীকাল সোমবার তাপমাত্রা আরও সামান্য কমতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে। চলতি ডিসেম্বর মাসজুড়েই এই শৈত্যপ্রবাহ ও কনকনে শীতের প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে।