দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে এই নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে। একপর্যায়ে নৌপথের দিকনির্দেশক বাতি ও মার্কিং অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় প্রান্তে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ছোট গাড়িসহ কয়েক শ যানবাহন আটকা পড়ে। তীব্র শীতের মধ্যে মাঝনদীতে ফেরি আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকালের দিকে কুয়াশা কেটে নৌপথ দৃশ্যমান হওয়ায় ৯টা ৫০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।