কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবমুখর আয়োজন দেখতে কিশোরগঞ্জ ও আশপাশের জেলা থেকে হাজারো মানুষের ঢল নামে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার একটি পতিত ফসলি জমিতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ২৪টি ঘোড়া তিনটি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বড় ঘোড়া বিভাগ: কটিয়াদী উপজেলার বনগ্রামের ‘রাফিন রাজা’ প্রথম স্থান অধিকার করে। পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গার ‘সবুজ বাংলা’ দ্বিতীয় এবং গাজীপুরের ইব্রাহিমের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।
ছোট ঘোড়া বিভাগ: গাজীপুরের রতনের ঘোড়া প্রথম, কটিয়াদীর মানিকখালীর ‘বাংলার সম্রাট’ দ্বিতীয় এবং আলমপুরের মানিকের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।
সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মনিরুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি মো. আল-আমিন।
বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার এমন অনেক ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। মানুষকে আনন্দ দিতে এবং গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রতি বছরই এমন আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে।