ফরিদপুরে বজ্রপাতে ২১ মাদ্রাসাছাত্র আহত

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদ্রাসার ২১ ছাত্র আহত হয়েছেন। উপজেলা সদরে মদিনাতুল উলুম মাদ্রাসায় সোমবার (৬ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জন ছাত্রকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলেই ওই মাদ্রাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাদ্রাসার মাঠে বজ্রপাতে আঘাত করে। এতে মাদ্রাসার ২১ শিক্ষার্থী আহত হয়। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়।

1715023922536

খবরের সত্যতা নিশ্চিত করে মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. কেরামত আলী বলেন, আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এহসানুল হক বলেন, একটি মাদ্রাসার ১১ জন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে যাদের আনা হয়েছে- তারা প্রত্যেকেই আতঙ্কিত ছিল। ভয় পেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে, এখন সবাই শঙ্কামুক্ত।