শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) ৩৬১টি কেন্দ্রে সকাল আটটা থেকে ব্যালটে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেলে চারটা পর্যন্ত।
নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ (তেরো) জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ (আঠারো) জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ (নয়) জন সহ সর্বমোট ৪০ (চল্লিশ) জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গফরগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে ৩ (তিন) জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ (সাত) জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ (চার) জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার রয়েছে ৩,৮৭,০৭৬ জন। এরমধ্যে পুরুষ ১,৯৭,২৩৬ জন, মহিলা ১,৮৯,৮৩৭ জন এবং ২ জন হিজড়া ভোটার রয়েছেন।
ভালুকা উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৭ (সাত) জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ (সাত) জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ (তিন) জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার রয়েছে ৩,৩৯,৯৬০ জন, এর মধ্যে পুরুষ ১,৬৯,৬৫৯ জন, মহিলা ১,৭০,২৯৯ জন এবং ২ জন হিজড়া ভোটার রয়েছেন।
নান্দাইল উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৩ (তিন) জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ (চার) জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ (দুই) জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার ৩,৬২,৫৯১ জন, এরমধ্যে পুরুষ ১,৮৬,৯৬৭ জন ও মহিলা ১,৭৫,৬১৭ জন এবং ৭ জন হিজড়া ভোটার রয়েছেন।