ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জিয়ানগরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাষ্টার হাফিজ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল, রিয়াজুল ইসলাম রিয়াজ বয়াতি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য ‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। বিএনপির শক্তি হলো জনগণ। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করা হবে।

JMR
আরও পড়ুন