ফরিদপুরে ইউপি নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমার শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মনোনয়নপত্র জমা দেওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. খালিদ মোশাররফ রঞ্জু, যুবলীগ নেতা মো. ইকবাল হোসেন, কৃষকলীগ নেতা মো. মিলন সিকদার, সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমানের আপন ছোট ভাই মোহাম্মদ শাহ আলম ও মো. আলতাব সিকদার।

এর আগে গত ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান অংশ নেওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৫ জুন উপজেলা নির্বাচনে পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান অংশ নেওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ২৭ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই ৫ জুলাই। আপিল ৬ থেকে ৮ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১২ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩৪২ জন ও মহিলা ভোটার রয়েছে ৬ হাজার ৮৪ জন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল আরা তীন সোফিয়া।