ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আসা ৬০ মণ জিরা ও কাভারভ্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন- সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার বোনপুর গ্রামের আবু সিদ্দিক (২০), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার লিলাশিখা নতুনপাড়া গ্রামের বাহাদুর (২৯) ও রাজশাহীর শাহমখদুম উপজেলার নবা নতুনপাড়া গ্রামের মো. সাগর (২৭)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় হাঁটি খাতা বিশ্বরোড থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে তারা। কাভার্ডভ্যানটিতে ৮০ বস্তা (২৪০০ কেজি) ভারতীয় জিরা পাওয়া যায়। পরে জিরাসহ কাভার্ড ভ্যানসহ তিন চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।