যুবককে কুপিয়ে-চোখ উপড়ে হত্যা

ফরিদপুরে চেয়ারম্যানকে আসামি করে মামলা

ফরিদপুরের কানাইপুরে ওবায়দুর রহমান নামে এক যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যার ঘটনায় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। নিহত ওবায়দুর রহমানের মা রেখা বেগম বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে কোতয়ালী থানায় মামলটি করেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে ফরিদপুরের কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ওবায়দুর রহমান (৩২) সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে ও পেশায় কাঠমিস্ত্রী।

ওসি মো. আসাদউজ্জামান জানান, যুবক ওবায়দুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় তার মা রেখা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। খায়রুজ্জামান ওরফে খাজাকে প্রধান আসামি করে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৫ জনের নাম উল্লেখ মামলা করা হয়েছে। এছাড়া অভিযোগপত্রে আজ্ঞাত আরও ১৫ জনকে অসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছে। তবে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশা করছেন তিনি। 

গত ১০ জানুয়ারি বিকেলে কানাইপুর বিসিক শিল্পনগরীর কাছে একটি পাম্পে মোটরসাইকেলে তেল নিতে যান ওবায়দুর। এ সময় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নিয়ে যায়। সেখানে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। ওবায়দুরের দুই চোখে লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলা হয়, ভেঙে ফেলা হয় বাম পা। পরে খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান ওবায়দুর।