নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ১ টার দিকে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত মোহাম্মদ হান্নান (৪০) পেশায় রিকশাচালক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত ৩ মার্চ দগ্ধ অবস্থায় নারী শিশুসহ আটজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে দগ্ধ একজন শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি জানান, দগ্ধ অনেকেরই শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
গত ৩ মার্চ ভোরের দিকে সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণ আটজনকে দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন ও আরেক পরিবারের তিনজন রয়েছে। বাকি দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন।