সোনারগাঁওয়ে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে জামপুর ইউনিয়নের বশিরগাঁওয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

একইসাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি, জামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, পৌরসভা বিএনপি'র সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার কর্মী সমর্থকবৃন্দ ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।