মোনাজাতে ‘খালেদা জিয়া’র নাম না বলায় ইমামকে হুমকি!

ঈদের নামাজের মোনাজাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় স্থানীয় এক যুবদল নেতা সংশ্লিষ্ট ইমামকে ‘চাকরিচ্যুত করার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলা কাশিপুরের কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাতে এ ঘটনা ঘটে। ওই জামাতে ইমামতি করেন চর কাশিপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ ইমদাদুল হক।

ইমামের অভিযোগ, নামাজের দোয়ায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সৈকত হাসান ইকবাল তাকে হয়রানি করেছেন।

তিনি একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেন-- তাকে ‘হয়রানি করা হয়েছে এবং চাকরি হারানোর হুমকি দেওয়া হয়েছে।’

যুবদল নেতার ‘দুর্ব্যবহারের’ জন্য ব্যবস্থা নিতে স্থানীয় বিএনপি নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন ইমদাদুল হক।

তবে যুবদল নেতা সৈকত হাসান ইকবাল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি তার (ইমামের) সাথে খারাপ ব্যবহার করি নাই৷ আমি তাকে শুধু বললাম, অনুরোধের পরও আপনি কেন খালেদা জিয়ার নাম নিলেন না? তখন উনি কই চাকরি করেন জানতে চাই৷’