বাংলা বছরের শেষ দিনে ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ ছাড়াও পিচ্ছিল কলা গাছে উঠে, সাঁতার, ফুটবল প্রতিযোগিতা ও শত বছরের পুরনো গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে দিগনগর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজার কমিটির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দা শাহরিয়ার হোসেন বলেন, আমার বয়স প্রায় ৫৭ বছর। জন্মের পর থেকেই এখানে পহেলা বৈশাখের আগের দিন মেলা বসে দেখে আসছি। এটা শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এবার স্থানীয় বাজার কমিটির উদ্যোগে বিভিন্ন খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
দিকনগর বাজার কমিটির পরিচালক আবুল বাশার মোল্লা বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে মেলার পাশাপাশি গ্রাম্য খেলার আয়োজন করা হয়। নৌকা বাইচে আটটি এলাকার নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে ডিনার সেট, ক্রোকারিজ,পেশার কুকার,রাইচ কুকারসহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।