সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ নেতার ওপর হামলা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।  শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে শুক্রবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সমন্বয়ক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও  সদস্য সচিব সাইদুর রহমান।

হামলার শিকার মো. জসিমউদ্দিন বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে খাওয়ার জন্য ক্যাম্পাস থেকে গোপালগঞ্জ শহরে আসেন তারা তিনজন। এসএম মডেল স্কুলের সামনে সড়কে পৌঁছালে ১০/১২ জন যুবক তাদের ঘিরে ফেলেন এবং বলেন, ‘জসিম তুই না’? এ কথা বলেই হামলাকারীরা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং মারতে থাকেন। লোকজন জড়ো হলে চাঁদাবাজি করার অভিযোগ তুলে ক্যাম্পাস থেকে বের না হওয়ার হুমকি দেন।

তিনি বলেন, হামলায় আমরা দুজন আহত হই। আমাদের সাথে থাকা অপর শিক্ষার্থী আমাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, আমরা এ বিষয়ে তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।