মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পলাতক স্বামী

মুন্সীগঞ্জে গৃহবধূর ঘাড়ে কোপ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূ সেলিনা বেগম (৩৫) বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

শুক্রবার (১৬ মে) রাত ৯ টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া দেওয়ানকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী সুজন মোল্লা (৫০) ঘটনার পর থেকে নিখোঁজ।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী ঝগড়া ও মারধরের একপর্যায়ে সেলিনা অন্য ঘরে গিয়ে আত্মরক্ষার চেষ্টাকালে পেছন থেকে সজোরে ঘারে কোপ দেয় স্বামী নির্মমভাবে হত্যা করেছে।

নিহত সেলিনার মা সুফিয়া বেগম জানান, নয় মাস আগে সুজন মোল্লার সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। প্রথম তিন মাস ভালো থাকলেও ৬ মাস যাবত অটোরিকশা চালক সুজন মোল্লা সেলিনাকে সন্দেহ করে প্রায়ই মারধর করত। একাধিকবার দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু এতে ক্ষান্ত হয়নি সুজন মোল্লা। রাতে বৃষ্টির সময় কৌশলে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছিল। আত্মরক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেননি সেলিনা। 

সেলিনার এটি দ্বিতীয় বিয়ে আগের ঘরে তার দুটি সন্তান রয়েছে। তার আগের ঘরে মেয়ে সোহানা আক্তারের বকচরে বিয়ে হয়। মেয়ের সন্তান হয়েছে,  সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই সবশেষ ঝগড়া। এসব কারণে তিনি তার বাপের বাড়ি বকুলতলার হালদার বাড়িতে চলে যান।২/৩ আগে সুজন মোল্লা তার এলাকার কয়েকজন  নিয়ে সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুজন আর  মারধর করবেনা এই শর্ত মেনে সেলিনাকে নিয়ে এসে আসে বলে স্থানীয়রা জানায়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, এ ঘটনায় আইন ব্যবস্থা প্রক্রিয়াধিন।