ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ৫ জন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালককে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। আটককৃত চালক রবিউল মিয়া ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার ছেলে।
রোববার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রোকিবুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত বাস মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হন। পরবর্তীতে হাইওয়ের পুলিশ ওই অজ্ঞাত বাসকে সনাক্ত করতে সক্ষম হয়। এর পর থেকে বাস চালক গা ঢাকা দেয়। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে মোড়ল পরিবহনের ওই বাস চালক মো. রবিউল মিয়াকে সনাক্ত করতে সক্ষম হয়। অতঃপর তার নানা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থেকে শনিবার রাত ১১ টার সময় তাকে আটক করে পুলিশ।
এই বিষয়ের ভাঙ্গা হাইওয়ের থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রোকিবুজ্জামান বলেন, গত ৪ জুন ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে মোড়ল এক্সপ্রেসের সাথে মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে ১ জন নিহত হন। এই ঘটনায় ১ জন অভিযুক্ত আসামী রবিউল ইসলামকে ঝালকাঠির নলছিটি তার নানা বাড়ি থেকে আটক করতে সক্ষম হই। রোববার তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।