‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’- এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে সালথা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন সালথা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ওয়ালীউজ্জামান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার দত্তসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এ সময় বক্তব্য দেন।
বক্তরা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন। সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের। এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান বালীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।