গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় অটোরিক্সা-সিএনজি চালকদের থেকে দৈনিক চাঁদা আদায়ের প্রতিবেদন করতে গিয়ে এক সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ (৩৫) দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
বুধবার (৬ আগস্ট) বিকেলে সাহাপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ তার ওপর হামলা চালায়। হামলার একাংশ পুলিশ সদস্যদের সামনে ঘটেছে এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ৭-৮ জন ব্যক্তি তাকে পিটিয়ে গুরুতর জখম করছেন।
ভিডিওতে দেখা গেছে, ইট দিয়ে সাংবাদিকের মাথা ও মুখে আঘাত করা হচ্ছে, যার ফলে তার মুখ ও কপাল রক্তাক্ত হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা জানান, তার ছেলে কোনো অপরাধ ছাড়াই নির্মমভাবে মারধরের শিকার হয়েছে। বর্তমানে ছেলেকে হাসপাতালে চিকিৎসাধীন রেখে পরিবার আতঙ্কে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সাহাপাড়া এলাকায় প্রতিদিন অটোরিক্সা ও সিএনজি চালকদের কাছ থেকে ৩০-৪০ টাকা চাঁদা আদায় করে আসছিল। সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় বিষয়টি জানতে পেরে হামলা চালানো হয়। আনোয়ারকে খুনের উদ্দেশ্যে অপহরণ করে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে গিয়ে ইট ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ২৬,২৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।