দেশে ৯০ ভাগ দুর্নীতি হয় উচ্চ শিক্ষিতদের হাত ধরে: শিবির সেক্রেটারি সাদ্দাম

বাংলাদেশে ৯০ ভাগ দুর্নীতি হয় উচ্চ শিক্ষিতদের হাত ধরে। এর জন্য শিক্ষা ব্যবস্থা দ্বায়ী বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। 

রোববার (১০ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর অডিটোরিয়ামে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বলে, ‘না, তুমি দুর্নীতি কর না’। এটা শেখায় না যে তুমি সুদ-ঘুষ গ্রহণ করছ, দুর্নীতি করছ, মানুষের রক্ত চিবিয়ে খাচ্ছো, রক্ত খেতে খেতে একদিন নিজের সন্তানের কিডনি চলে যাচ্ছে, গ্যাস্টিক আলসারের মতো রোগ হয়ে মৃত্যুবরণ করছে।

শিবির সেক্রেটারি বলেন, দেশে নতুন কোন চাঁদাবাজ, লুটতরাজ, দুর্নীতিবাজ তৈরি হতে দিবে না ছাত্রশিবির। শিবির সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এতে সহযোগিতা লাগবে এই তরুণ শিক্ষার্থীদের। আমাদের দেশকে আওয়ামী লীগ দিল্লীর সেবাদাস করে রেখেছিল। তাদের দেওয়া শিক্ষা ব্যবস্থাকে উপস্থাপন করে রাখা হয়েছিল। মেধাবীদের দেশের জন্য কাজ করতে দেওয়া হয়নি। তাদের পতনের মাধ্যমে দেশ নতুন স্বপ্ন দেখছে। সেটা সবাই মিলে বাস্তবায়ন করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান ও জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ -৩ ড. ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।