আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির নির্বাচনি তৎপরতা জোরালো হয়ে উঠেছে। এ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের অবস্থান বর্তমানে বেশ শক্তিশালী বলে মনে করছেন স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীরা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপির বিভিন্ন বিদ্রোহী ব্লকের নেতাকর্মীরাও একে একে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠে নামছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ-২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় কোন্দল অনেকটাই নিরসন হওয়ায় এবং নেতাকর্মীদের ধারাবাহিক প্রচেষ্টায় নির্বাচনি মাঠে বিএনপির সাংগঠনিক অবস্থান আগের চেয়ে অনেকটা গুছিয়ে এসেছে বলে সংশ্লিষ্টরা জানান।
নজরুল ইসলাম আজাদ নিজে ছাড়াও তার পরিবারের সদস্যরা প্রতিদিন এলাকার বিভিন্ন মহল্লা ও গ্রাম ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। দলীয় নেতাকর্মীরাও সক্রিয়ভাবে ভোট চাইছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। এতে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি বিএনপি নেতাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির বিদ্রোহী ব্লকের নেতা মাহমুদুর রহমান সুমন ও পারভীন আক্তার নীরব অবস্থান নেওয়ায় নজরুল ইসলাম আজাদের নির্বাচনি পথ আরও সহজ হয়েছে। যদিও সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে নজরুল ইসলাম আজাদই ভোটের মাঠে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বলে তাদের অনেকের মত। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আড়াইহাজারে রাজনৈতিক উত্তাপও বাড়ছে।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আজহারুল ইসলাম মান্নান
