শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ হেফাজতে শিক্ষক

রাজবাড়ীর পাংশায় নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক ফজলু প্রামাণিক (৪৮)‌ কে স্কুল কক্ষে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পাংশা মডেল থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এ সময় স্কুলের শিক্ষার্থীসহ কয়েকশ স্থানীয় জনতা স্কুল শিক্ষক ফজলু প্রামাণিকের বিচারের দাবিতে ও পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে এবং বিক্ষুব্ধ জনতা ফজলু প্রামাণিকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশায় কোচিংয়ের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার অভিযোগে শিক্ষক ফজলুল হককে আটক করে জনতা। নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে বিষয়টি ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা বিদ্যালয়ে ভাঙচুর করে এবং তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে যায়।

দশম শ্রেণির ছাত্র বাঁধন মন্ডল বলেন, ফজলু স্যার এই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়টাকে কুক্ষিগত করে রেখেছে। এই শিক্ষক কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তার মতো শিক্ষকের এই বিদ্যালয়ে থাকার দরকার নেই, তাই আমরা তার পদত্যাগের দাবি করছি।

বাগদুলী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক মো. ফজলুল হকের বিরুদ্ধে কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগ শুনেছি। আজ দুপুরে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পুলিশকে খবর দেয়। এর মধ্যে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান গেট, বিদ্যালয়ের জানালার গ্লাস ভেঙে ফেলেছে। পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা। বিষয়টি তাকে মোবাইল ফোনে জানিয়েছি। আমরা একটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেব।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভের করছে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী এমন তথ্যের ভিত্তিতে ঘটনা স্থলে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।