শিক্ষক হত্যার জেরে ‘বিক্ষুব্ধদের দেওয়া আগুনে’ প্রাণ গেলো বৃদ্ধার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় এক শিক্ষককে গলা কেটে হত্যা করার ঘটনায় ‘বিক্ষুব্ধদের দেওয়া আগুনে’ এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন, ঘটনাটি কুমারপাড়া এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঘটেছে। এর আগে রাত ১১টার দিকে একই এলাকায় বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করা হয়।

ওই হত্যাকাণ্ডের প্রায় দেড় ঘণ্টা পর কুমারপাড়া এলাকার হাশেম আলীর ছেলে ওহাবের বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ লোকজন।

স্থানীয়দের বরাতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, হাশেম আলীর বাড়িতে বিক্ষুদ্ধ লোকজন আগুন দেয়। এ সময় বাড়ির অন্য লোকজন সেখান থেকে সরে গেলেও ওহাবের বৃদ্ধা মা আগুন পুড়ে যান।

স্থানীয়রা বলছেন, রেজাউল হত্যাকাণ্ডের রাতে তিন-চারটি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা তার বাড়ির সামনে এসে ডাকাডাকি করতে থাকে। শিক্ষক রেজাউল বাইরে বের হলে তাকে বাড়ির সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, রেজাউলকে বাড়ির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। কি কারণে এবং কারা এটি ঘটিয়েছে, তা তদন্ত শেষে জানানো হবে।

AHA
আরও পড়ুন