পদ্মার পানি বিপদসীমার ওপরে, ফসল নষ্টের আশঙ্কা

উজান থেকে নেমে আসা ঢলে ফরিদপুরের নদীগুলোতে পানি বাড়ছে। বর্তমানে জেলার আড়িয়াল খাঁ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলের চারটি উপজেলার ১৩ ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে ওই অঞ্চলের মানুষ ভোগান্তিতে পড়েছে।  

গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে ৬ সে.মি. বেড়ে বিপদসীমার ২০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার নদীগুলোতে দেখা দিয়েছে ভাঙ্গন, ঝুঁকির মধ্যে রয়েছে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প। ধান ক্ষেত ও চারা তলিয়ে বিপাকে পড়েছে কৃষক। নিম্নাঞ্চল ও চর অঞ্চলের শাকসবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। 

জানা গেছে, গত কয়েকদিন দ্রুত বাড়ছে পদ্মার পানি। এক সপ্তাহ আগেই টানা বৃষ্টির পানিতে ভরেছিল মাঠ-ঘাট ও ফসলি জমি। এখন এই পানি বৃদ্ধিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। 

স্থানীয়রা বলছেন, পদ্মা নদীর পানি বাড়ার ফলে তাদের ধানের চারা, সবজি ক্ষেত তলিয়ে নষ্ট হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পুরোটাই নষ্ট হওয়ার আশঙ্কা করছেন নিম্নাঞ্চলের মানুষ।

ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানিয়েছেন, পানি বাড়ার সাথে সাথে মধুমতি, পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী অঞ্চলে ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জরুরি বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করছে। পানি বৃদ্ধি আরো ৫ দিন টানা থাকবে বলেও জানান তিনি।