টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি মির্জাপুর থানার রাসেদুল ইসলাম

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম। 

সোমবার (১৯ আগস্ট) টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের দরবার হলে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

একই সভায় চাঞ্চল্যকর খুনের রহস্য উৎঘাটন ও আসামি গ্রেপ্তার করায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. জুযেয়ল রানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) মির্জাপুর থানা ও টাঙ্গাইল জেরা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুল, পলাতক আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলামকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া চাঞ্চল্যকর খুনের রহস্য উৎঘাটন ও দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. জুয়েল রানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম এবং উপ-পরিদর্শক মো. জুয়েল রানা বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে পুলিশ প্রশাসনে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাদের দায়িত ও কর্তব্যকে আরও প্রশারিত করে দিয়েছে।